25.4 C
Mathbaria
শুক্রবার, মার্চ ৩১, ২০২৩

বেটা ভার্সন

বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলারডুবি, পিরোজপুরের ১১ জেলে উদ্ধার

প্রতীকী ছবি।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

পটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ১১ জেলেসহ এফবি মায়ের দোয়া নামের একটি মাছধরা ট্রলারডুবির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর, ২০২১) দুপুরে আন্ধারমানিক মোহনা-সংলগ্ন সাগরে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় পাশে থাকা অন্য একটি ট্রলার ওই ১১ জেলেকে উদ্ধার করে। পরে শেষ বিকেলে উদ্ধার হওয়া জেলেদের পাথরঘাটা এলাকার জ্ঞানপাড়ায় নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেন আলীপুর মৎস্য ব্যবসায়ী ও ট্রলার মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা।

তিনি বলেন, পিরোজপুরের তেলিখালি এলাকার হারুন মাঝির ট্রলারটি মাছ ধরা শেষে তীরে ফেরার পথে ঝড়ের কবলে ডুবে যায়। তবে ট্রলারটির হদিস না মিললেও পাশে থাকা অন্য একটি ট্রলার ১১ জেলেকে নিয়ে তীরে ফিরে আসে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ