পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ঢেপসা বুনিয়া গ্রামের কচাঁ নদীর পাড়ের বেড়িবাঁধের সাথে ইট সলিং রাস্তার পাশের ডোবা থেকে আনুমানিক ২০/২৫ বছরের এক পরিচয়হিন যুবতীর লাশ উদ্ধার করেছে ইন্দুরকানী থানা পুলিশ।

১৪ সেপ্টেম্ব মঙ্গলবার দুপুরের দিকে স্থানিয়রা ঢেপসা বুনিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য ইয়াকুব আলীর রেন্ডি (রেইনট্রি) এবং মেহগনি বাগানের ডোবায় লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে। লাশের গলায় রানী গোলপি ওরনাদিয়ে ফাঁসদেয়া ছিল মহিলার বোরকা ছিল নেভীব্লু পায়ের জুতার ফিতা, বোরকা খোলা অন্যযায়গায় ছিল।
এবিষয়ে ইন্দুরকানী থানা অফিসার ইনর্চাজ হুমায়ুন কবিরের কাছে জানতে চাইলে তিনি বলেন স্থানিয়দের খবরে আমরা গিয়ে লাটি উদ্ধার করেছি। গলায় ওরনাদিয়ে ফাঁস লাগানছিল। মনে হয় একদিন আগে কে বা কাহারা যুবতীকে গলায় ওরনা পেচিয়ে হত্যা করেছে। আমরা (পিবিআই)কে খবর দিয়েছি। এবং লাশটি ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠান হয়েছে ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।