27.7 C
Mathbaria
সোমবার, জুন ৫, ২০২৩

বেটা ভার্সন

মঠবাড়িয়ার বড়মাছুয়া গ্রামে কৃষক হত্যা মামলার আসামীর ঘর আগুনে ভস্মীভূত

আগুনে ভস্মীভূত কৃষক হত্যা মামলার আসামী হাজতে থাকা নাসির হাওলাদারের ঘর।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড দক্ষিন বড়মাছুয়া গ্রামে একটি বসত ঘর আগুনে ভস্মীভূত হয়েছে।

১০ সেপ্টেম্বর গভীর রাতে নাসির হাওলাদারের বসত ঘরে আগুন দৃশ্যমান হয়। এ সময় কেউ ঘরে না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। গ্রামীন রাস্তায় ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে না পারায় দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘরটি পুড়ে ছাঁই হয়ে যায়।

জানা গেছে, ভস্মীভূত ঘরের মালিক নাসির হাওলাদার ওই একই এলাকার কৃষক আঃ হক শিকদার হত্যা মামলার ২ নং আসামী। ওই মামলায় বর্তমানে জেল হাজতে রয়েছে। ছেলে সন্তান না থাকায় নাসির হাওলাদারের অসুস্থ স্ত্রী মেয়ের বাড়িতে থাকেন। অগ্নিকান্ডের সময় ঘরে কোন লোকজন ছিল না।

নাসির হাওলাদারের মেয়ে শিরিন জানান, অগ্নিকান্ডে ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। থানা পুলিশকে অবগত করেছি। এ ঘটনায় আমরা মামলা করব।

মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের সাব অফিসার মোঃ জাহিদ নিয়াজ জানান, মঠবাড়িয়া-বড়মাছুয়া সংযোগ সড়ক বিচ্ছিন্ন থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হয়। বিকল্প সড়ক দিয়ে ওই বাড়ির কাছাকাছি পৌঁছাই। এরপর গ্রামীন ইটসোলিং রাস্তায় গাড়ি প্রবেশ না করায় আমরা বালতি দিয়ে আগুন প্রশমনের চেষ্টা করি। তবে আগুনের উৎস নিশ্চিত হতে পারিনি।

পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির মঠবাড়িয়া জোনের ডিজিএম খায়রুল ইসলাম জানান, রাত ২.২০ টায় ওই বসত ঘরে আগুন লাগার খবর পেয়ে বিদ্যুৎ লাইন বন্ধ করি। পল্লী বিদ্যুৎ অফিস থেকে লোক পাঠিয়ে আগুনের সূত্রপাত শর্ট সার্কিট বা বিদ্যুৎ থেকে হয়নি বলে নিশ্চিত হই।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহাঃ নুরুল ইসলাম বাদল জানান, খবর পেয়ে ওই রাতেই পুলিশ পাঠানো হয়েছে। তবে আগুনের উৎস জানা যায় নি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্হা নেওয়া হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ