পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় পাঁচটি উন্নয়ন প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়েছে।
সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী বুধবার বিকেলে ভার্চুয়ালি এ কাজের উদ্বোধন করেন।
উপজেলার হলতা গুরিশাখালী ইউনিয়নের টিয়ারখালী বাজারে সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে বাস্তবায়িত স্থানগুলো পরিদর্শণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- পিরোজপুর জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আলীম, উপজেলা উপ-সহকারি প্রকৌশলী মো. রেজাউল করিম, স্থানীয় সংসদ সদস্যের জনসংযোগ কর্মকর্তা মো. আলী রেজা রনজু সহ সংশ্লিষ্ট ঠিকাদার, বাজার কমিটির সভাপতি ও স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ।
জানা গেছে, নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় দরিদ্র পরিবারের মাঝে ৭ হাজার ৪০০টি রেইনওয়াটার হার্ভেস্টার সরবরাহ, ৭ টি রিভার্স অসমোসিস প্লান্ট নির্মাণ, ৩৩টি কমউিনিটি টয়লেট ও ৫টি পাবলিক টয়লেট নির্মাণ করা হচ্ছে।
উপজেলা উপ-সহকারি প্রকৌশলী মো. রেজাউল করিম জানান, এ প্রকল্পের মাধ্যমে মঠবাড়িয়ার প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হবে।