27.8 C
Mathbaria
শনিবার, মার্চ ২৫, ২০২৩

বেটা ভার্সন

মঠবাড়িয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খোলায় উল্লাসিত শিক্ষার্থী ও অভিভাবক, এমপি‘র পরিদর্শন

উপজেলার আবু জাফর মাধ্যমিক বিদ্যালয়ে পৌছলে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

প্রায় দেড় বছর বন্ধ থাকার পর রোববার (১২ই সেপ্টেম্বর) পিরোজপুরের মঠবাড়িয়ায় ৩০৯ টি শিক্ষা প্রতিষ্ঠান খোলায় উল্লাসিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক।

সকালে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর -৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজি বিভিন্ন স্কুল পরিদর্শন করেছেন। সকালে তিনি উপজেলার আবু জাফর মাধ্যমিক বিদ্যালয়ে পৌছলে তাকে ফুলের শুভেচ্ছা জানান অত্র বিদ্যালয়ের গভার্নিংবডির সভাপতি, সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ।

সরেজমিনে উপজেলার বিভিন্ন স্কুল এ গিয়ে দেখা গেছে, শ্রেণী কক্ষে ওঠার আগে শিক্ষার্থীরা সাবান দিয়ে হাত ধুয়ে নিচ্ছে। শ্রেণী কক্ষে তারা শারিরীর দুরত্ব বজায় পাঠদান গ্রহন করছে।

উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন আক্তার জানায়, স্কুলে এস তার বেশ ভালই লাগছে। সে আরও বলে স্কুওে না আসলে পড়া শুনায় তেমন মন বসে না।

উত্তর বড় মাছুয়া গ্রামের অভিভাবক মো. রিপন আকন বলেন, স্কুল খোলার পর তার ছেলে মেয়ে পড়তে গেছে। ছেলে মেয়ে বাড়িতে থাকলে লেখা-পড়ায় মন দেয় না। এবার পড়া-শুনায় কিছুটা হলেও মনোযোগি হবে।

মঠবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী শ্রেণীকক্ষ, মাঠ, কলেজের আশপাশ পরিস্কার-পরিছন্ন করা হয়েছে। হ্যান্ড সেনিটাইজার,মাস্ক সংগ্রহ করে রাখা হয়েছে। শ্রেণী কক্ষে প্রবেশের আগে শিক্ষার্থীরা যাতে হাত ধুতে পাওে সেজন্য বেসিন ও সাবানের ব্যবস্থা কওে রাখা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলায় , অভিভাবক ও শিক্ষার্থীরা স্বাচ্ছন্দবোধ করছে।

সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর -৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজি শিক্ষা বান্ধব সরকারের মাননয়ি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসাংশা করে বলেন, প্রধানমন্ত্রী সব সময়ই যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেন। তিনি সকলকে স্বাস্থবিধি মেনে চলার পরামর্শ দেন।

উল্লেখ-গত বছর মার্চে বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে স্কুল, মাদ্রাসা-কলেজ, বিশ্ববিদ্যালয়ে স-শরীরে বা সরাসরি ক্লাস বন্ধ রাখা হয়েছিলো। দীর্ঘ সময় সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কারণে শিক্ষার্থীদের যে ক্ষতি হচ্ছে, তা নিয়ে প্রশ্ন ক্রমেই জোরালো হচ্ছিল।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ