27.8 C
Mathbaria
শনিবার, মার্চ ২৫, ২০২৩

বেটা ভার্সন

মঠবাড়িয়ায় খালেদা জিয়ার কারামুক্তি দিবসে উপজেলা বিএনপির আলোচনা সভা ও দোয়া

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ১৪ তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তৎকালীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্যান্টনমেন্টের মঈনুল রোড়ের বাড়ি থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গ্রেফতার করে। পরে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তাকে মুক্তি দেয়া হয়।

এরপর থেকে দলীয় প্রধানের মুক্তির এ দিনটিকে বিএনপি কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছে।

শনিবার (১১ সেপ্টেম্বর, ২০২১) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল।

প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম হুমায়ুন কবীর।

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন ফারুক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান এরশাদ, বিএনপি নেতা এনায়েত কবির দুলাল, দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব তাহসিন জামান রোমেল, যুগ্ম আহবায়ক রিপন মুন্সী, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদুজ্জামান সোহেল প্রমুখ।

পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ