মঠবাড়িয়ায় করোনা ভাইরাস সংক্রমণ থেকে শিশু শিক্ষার্থীদের নিরাপদে রাখতে পৌর শহরের ৫৬ নং মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল ব্যক্তিগত উদ্যোগে এ সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোঃ কামাল খান, প্রধান শিক্ষক মোঃ মাইনুল ইসলাম ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।
সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, স্যাভলন, সাবান ইত্যাদি।
প্রায় দেড় বছর বন্ধ থাকার পর আগামীকাল রোববার (১২ সেপ্টেম্বর, ২০২১) থেকে মঠবাড়িয়ায় খুলছে ৩০৯ টি শিক্ষা প্রতিষ্ঠান।
ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য সকল প্রকার সরকারি নির্দেশনা অনুযায়ী সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্টরা। শিক্ষা প্রতিষ্ঠান খোলার সংবাদে উল্লাসিত অভিভাবকরা। ৩০৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রাথমিক বিদ্যালয় ২০৬ টি, মাধ্যমিক বিদ্যালয় ৪৭ টি, মাদ্রাসা ৪৮ টি ও কলেজ ৮ টি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতা নন্দ দাশ বলেন, তিনি স-শরীরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন এবং সহকারি শিক্ষা কর্মকর্তারা (এটিও) স্কুল পরিদর্শন করেছেন। সরকারি নির্দেশনা অনুসারে স্কুল খোলার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।