বরগুনার পাথরঘাটা মাটির ভূগর্ভস্থ থেকে নিরাপদ পানির অনুসন্ধান করতে গিয়ে গ্যাসের বিস্ফোরণ ঘটেছে।
এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পানি সম্পদ অধিদপ্তর থেকে কর্মকর্তারা গিয়ে পানি অনুসন্ধানকারীদের নিরাপদে সরিয়ে নিয়েছেন।
শুক্রবার (সেপ্টেম্বর ১০, ২০২১) বেলা দুইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের রুহিতা গ্রামের রুহিতা প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
https://youtu.be/Sqy1IeGYaWg
পানি সম্পদ অধিদপ্তর থেকে আসা হাইড্রোজিওলজিস্ট মোহাম্মদ ফুয়াদ বলেন, গত তিনদিন ধরে মাটির নিচে এক হাজার ফিট পাইপ প্রবেশ করিয়ে নিরাপদ পানির অনুসন্ধান চালায়। হঠাৎ করে শুক্রবার জুমার নামাজের পর মাটির ভেতর বিস্ফোরণ হয়ে প্রায় ৩০ থেকে ৪০ ফুট উপরে মাটি উঠতে শুরু করে।
স্থানীয়রা জানান, ঘটনার পর এক কিলোমিটার এলাকার বিভিন্ন পুকুর থেকেও বুদ বুদ বের হচ্ছে। এলাকাবাসীর ধারনা, পুরো এলাকা থেকেই গ্যাস বের হচ্ছে। এতে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
পাথরঘাটা স্টেশন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কমান্ডার সিদ্দিকুর রহমান বলেন, ঘটনার পর থেকেই আমরা এখানে অবস্থান করছি। লোকজনকে নিরাপদ সরে যেতে পুরো এলাকায় মাইকিং করা হয়েছে। সব রকমের জরুরি অবস্থার জন্য আমরা প্রস্তুত রয়েছি।