25.4 C
Mathbaria
মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

বেটা ভার্সন

মঠবাড়িয়ায় বারেক গাজী হত্যাকান্ড, পিবিআইকে তদন্তের নির্দেশ

মৃত. আঃ বারেক গাজী উপজেলার ৯ নং সাপলেজা ইউনিয়নের ১ নং ওয়ার্ড ভাইজোড়া গ্রামের মৃত.শের আলী গাজীর পুত্র।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় রহস্যজনকভাবে কৃষকের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে।

মৃত. কৃষক বারেক গাজীর আপন ভাই আঃ হালিম গাজী (৬৭) বাদী হয়ে ৬ সেপ্টেম্বর মঠবাড়িয়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। হত্যা মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। ওই মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত. আঃ বারেক গাজী উপজেলার ৯ নং সাপলেজা ইউনিয়নের ১ নং ওয়ার্ড ভাইজোড়া গ্রামের মৃত.শের আলী গাজীর পুত্র।

মামলার একমাত্র আসামী মোঃ ইউনুস হাওলাদার (৫৫) মঠবাড়িয়া উপজেলার ভাইজোড়া গ্রামের মৃত ওয়াজেদ আলী হাওলাদারের পুত্র।

জানা গেছে, গত ২৯ আগস্ট সকাল ১১ টার দিকে মৃত. আব্দুল বারেক গাজী নিজ জমিতে ইরি ধানের বীজ রোপন করে। ওই দিন বিকালে কে বা কারা মামলায় উল্লেখিত আসামী ইউনুস হাওলাদারের বীজ চুরি করে। এতে মামলার আসামী বাদীর আপন ভাই মৃত. আব্দুল বারেক গাজীকে সন্দেহ করে। একপর্যায়ে বাড়িতে ডেকে নিয়ে বীজতলা থেকে ধানের বীজ নেওয়াকে কেন্দ্র করে মারধর করে। এতে ঘটনাস্থলেই বারেক গাজী মারা যায়।

মামলার আসামী ইউনুস হাওলাদার বলেন, মৃত. বারেক গাজীকে আমার বাড়িতে ডেকেছি এটা সত্য। তবে আমি তাকে মারধর করি নাই। বীজ নেওয়ার কথা বলতেই সে আমার কাছে ক্ষমা চেয়ে আমার পা জড়িয়ে ধরার চেষ্টা করে। আমি পা ধরতে দেইনি। বলেছি এই সামান্য বিষয়ে পা ধরতে হবে না। আমি তাকে পান খেতে দেই। এরপর সে অসুস্হ হয়ে পরে। এরপর -তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সম্পর্কিত আরো সংবাদঃ-
* মঠবাড়িয়ায় কৃষক বারেক গাজী হত্যা মামলার সাক্ষীকে পিটিয়ে হত্যাচেষ্টা

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ