30.1 C
Mathbaria
রবিবার, মার্চ ২৬, ২০২৩

বেটা ভার্সন

মঠবাড়িয়ায় পৌরশহরে ঘুমের মধ্যেই পুড়ে গেলেন স্বামী-স্ত্রী

এসময় ঘরে ঘুমিয়ে থাকা অটোচালক সাইফুল (২২) ও তার স্ত্রী মনি বেগম (১৮) আগুনে পুড়ে মারা যান।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

মঠবাড়িয়ায় পৌরশহরের ৬নং ওয়ার্ডে পশ্চিম কলেজ রোড এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টায় একটি বসতঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এসময় ঘরে ঘুমিয়ে থাকা অটোচালক সাইফুল (২২) ও তার স্ত্রী মনি বেগম (১৮) আগুনে পুড়ে মারা যান। তিন মাস আগে তাদের বিয়ে হয়ে ছিল বলে জানিয়েছেন স্বজনরা।
এই অগ্নিকাণ্ড দুই লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা।

মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুমন জানান, বৈদ্যুতিক র্শট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। আগুনে দুইটি অটো গাড়িও পুড়ে গিয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ