34.8 C
Mathbaria
সোমবার, মার্চ ২৭, ২০২৩

বেটা ভার্সন

মঠবাড়িয়ায় বৃত্তিমূলক আবাসিক মহিলা প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন

উপজেলার হলতা গুলিশাখালী ইউনিয়নে বৃত্তিমূলক এই আবাসিক মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলার হলতা গুলিশাখালী ইউনিয়নে বৃত্তিমূলক আবাসিক মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (সেপ্টেম্বর ৮, ২০২১) দুপুরে ভার্চুয়াল পদ্ধতিতে উদ্বোধন করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের (গ্রেড ১) মহাপরিচালক রাম চন্দ্র দাস। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দ্বায়িত্ব) মো. বশির আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার ও মঠবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশ প্রমূখ।

জানা গেছে, ২০১৮ সালের ৪ নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি (এমপি) এ প্রশিক্ষণ কেন্দ্রটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এসময় সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডা. মো. রুস্তম আলী ফরাজি উপস্থিত ছিলেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার বলেন, ২০২০-২১ শিক্ষাবর্ষে অনলাইনের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই শিফটে আধুনিক গার্মেন্টস ও কম্পিউটার প্রশিক্ষণে মোট ৫০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিবে। তিনি আরও জানান, প্রশিক্ষণ গ্রহন কালীন তিন মাসে শিক্ষার্থীদের থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। ট্রেনিং শেষে প্রত্যেক শিক্ষার্থীকে সনদ প্রদান ও সম্মানী প্রদান করা হবে। এসব মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে এলাকার পিছিয়ে পড়া নারীদের নানা বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে পরিনত করা হবে।

মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে ও গণপূর্ত বিভাগের আওতায় কার্যাদেশ পাবার পর মেসার্স ঐশী কনস্ট্রাকশনের স্বত্ত্বাধিকারি আজিজুল হক সেলিম মাতুব্বর ২০১৯-২০ অর্থ বছরে ৯ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে এ দৃষ্টি নন্দন ভবনের কাজ সম্পন্ন করেন। স্থানীয় সমাজ সেবক ও উপজেলা আ’লীগ সহ-সভাপতি ইউসুফ মাহমুদ ফরাজি ও তার ভাই ইসমাইল হোসেন ফরাজি এ বৃত্তিমূলক আবাসিক মহিলা প্রশিক্ষণ কেন্দ্রটির জন্য লিখিত ভাবে ১ একর সম্পত্তি দান করেন।

এবিষয়ে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডা. মো. রুস্তম আলী ফরাজির জন সংযোগ কর্মকর্তা আলী রেজা রনজু বলেন, এখান থেকে প্রশিক্ষণ নিয়ে নারীরা আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী হতে পারবে। এতে সমাজের দারিদ্রতা ও হতাশা কমে শুণ্যের কোঠায় এসে যাবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ