25.4 C
Mathbaria
মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

বেটা ভার্সন

সৌদি আরব (পূর্বাঞ্চল) বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

নবগঠিত কমিটিতে সভাপতির দায়িত্ব পাওয়া অধ্যাপক আ.ক.ম. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীম ছিদ্দিকুর রহমান ইমরান।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির ২০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর, ২০২১) সৌদি আরবের স্থানীয় সময় মধ্যরাতে রিয়াদে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর ভার্চুয়াল আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুর্ণাঙ্গ এই কমিটি অনুমোদনের কথা ঘোষণা করেন।

নবগঠিত কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আ.ক.ম. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীম ছিদ্দিকুর রহমান ইমরান।

ভার্চুয়াল আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, মধ্যপ্রাচ্য বিএনপির সমন্বয়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, সৌদি আরব পশ্চিমাঞ্চল আহ্বায়ক আহমেদ আলী মুকিব, বিশেষ অতিথি সৌদি আরব বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী আফসারুল আলম, সৌদি আরব বিএনপির উপদেষ্টা আব্দুল হাকিম প্রমুখ।

১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদে আছেন- প্রধান উপদেষ্টা প্রকৌশলী আফসারুল আলম,
উপদেষ্টা আব্দুল হাকিম, উপদেষ্টা ডা. আব্দুস ছালাম, প্রকৌশলী জিয়াউল ওয়াদুদ মাসুদ, ডা. আলতাফ হোসেন, শওকত কামাল (দাম্মাম), আমিনুল ইসলাম আমিন (দাম্মাম), প্রকৌশলী মোহাম্মাদ তারেক, ডা. নুরুল আমীন, প্রকৌশলী মজনুর রহমান, রফিকুল ইসলাম, আবুল হোসেন (আলখাবজী), আব্দুল আজিজ (জুবাইয়েল)।

পূর্ণাঙ্গ কমিটি- সিনিয়র সহ-সভাপতি ডা. গোলাম হাসনাইন সোহান, সহ-সভাপতি জসীম উদ্দীন শামীম (জুবাইল), সাব্বির আহমেদ চৌধুরী (দাম্মাম), মোতাহার হোসেন লিটন, মোফাজ্জেল হোসেন স্বপন, শেখ আব্দুল মান্নান (জুবাইল), সাইমুন তালুকদার (দাম্মাম), মামুনুর রশিদ চৌধুরী, ফারুক মোল্লাহ (দাম্মাম), জাকির হোসেন চৌধুরী, দুলাল সিদ্দিকী (হাইল), নিয়ামুল কবীর (আলহাসা), জামাল নূর হাওলাদার (আলহাসা), এইচ এম নূরুল হক নূরু, আনোয়ার হোসেন রতন, আব্দুস সাত্তার, জিয়া উদ্দিন বাবলু (আলখারিজ), শফিকুল ইসলাম (আলহাসা), আলমগীর হোসেন আলম, সাদেক হোসেন, মোস্তফা মুন্সী, আমিনুল ইসলাম সাধন, কাজী আবুল হোসেন।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ফকীর, শরীফ হোসাইন খান, জাহাঙ্গীর আলম, হেলাল উদ্দিন ভূঁইয়া (আলজুবাইল), জসীম উদ্দিন রানা, বিপ্লব হোসাইন আজাদ, সোহেল আরমান (জুবাইয়েল), প্রকৌশলী মির্জা হারুনুর রাশিদ, জাহিদুল ইসলাম আল আজাদ (দাম্মাম), বাকের হোসেন, হুমাউন কবীর সবুজ (দাম্মাম), শফিকুল ইসলাম শিপন (দাম্মাম), আব্দুল হালিম, হামিদুল হক শামীম, ইশতিয়াক হোসেন খান তারেক, আব্দুল কাউয়ুম (হাইয়েল), আসলাম আহমেদ মোরশেদ (আলখারিজ), কোষাধ্যক্ষ বশির আহম্মেদ সরকার, সহ কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, সহ কোষাধ্যক্ষ কামরুল ইসলাম, কামাল হোসেন (হাফার আল বাতেন), সাংগঠনিক সম্পাদক (জুবাইল, হায়েল, হাফের আলবাতেন ও খাফজি অনঞ্চল) শোয়েব বিন আহমেদ সোহেল (জুবাইয়েল), (রিয়াদ ও আলখারিজ) দেলোয়ার হোসেন রিপন, (রিয়াদ ও আলকাছিম অঞ্চল) মো. কবির হোসেন, (দাম্মাম ও আলহাসা অঞ্চল) মাহবুব আল হুদা মামুন (দাম্মাম), সহ-সাংগঠনিক সম্পাদক এয়ার আহমেদ (আলখারিজ অঞ্চল), ফখরুল ইসলাম বিলাস (রিয়াদ অঞ্চল), এম এ আনোয়ার হোসেন (হাইয়েল), সৈয়দ ফারুক আশীক (আলক্বাছিম অঞ্চল), কাজী রিমুনুজ্জামান (আল খাফজী), জাফর ইকবাল (হাফের আলবাতেন), ইউসুফ আলী (দাম্মাম অঞ্চল), সেলিম নেওয়াজ (জূবাইয়েল), রবিউল শিকদার (আলহাসা অঞ্চল), দপ্তর সম্পাদক কবি শাহিনূর, সহ-দপ্তর সম্পাদক এস এম শহিদ, রমজান আলী, ওয়াহিদ পাশা (দাম্মাম), প্রচার সম্পাদক জিয়াউর রহমান ভূঁইয়া, সহ-প্রচার সম্পাদক রফিক মুন্সী, সহ-প্রচার সম্পাদক সোহেল আলম, সহ-প্রচার সম্পাদক শিমুল শিকদার, সহ-প্রচার সম্পাদক আমানুল কবীর রিন্টু, খোরশেদ আলম শিকদার (আল ক্বাছিম), প্রকাশনা বিষয়ক সম্পাদক নুরুল আমিন ফরাজী, সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন মনির (দাম্মাম), মহিউদ্দিন পাঠান, আরিফ বন্দুকশি (হাইয়েল), নাজমুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বজল (দাম্মাম), সহ-আইন বিষয়ক সম্পাদক আজিজুল হক রাকিব, ইউনুস মিঝি, মো. মাসুদ, মহিলা বিষয়ক সম্পাদক মিসেস রুমানা পারভিন শহিদ, মহিলা বিষয়ক সম্পাদক মিসেস শাহানাজ বেগম নারগিজ, যুব বিষয়ক সম্পাদক শওকাত শিকদার, সহ যুব বিষয়ক সম্পাদক আশরাফ আলী শিকদার, সোহরাব হোসেন লিটন, রফিক মোল্লা, ছাত্র বিষয়ক সম্পাদক মহসিন সরকার, সহ ছাত্র বিষয়ক সপাদক জামাল উদ্দিন সরদার (দাম্মাম), মোজাফফার হোসেন, হাসিব মুন্সী, শ্রম বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন মৃধা, সহ শ্রম বিষয়ক সম্পাদক আমির হোসেন আমির, মাসুদ রানা, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তানভীর হোসেন চৌধুরী, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মামুন শিকদার, শহিদ দেওয়ান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. কামাল হোসেন, শামীম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নেয়ামত উল্লাহ (দাম্মাম), সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. দ্বীন ইসলাম টিপু, তারেক আব্বাসী, সোহেল জমাদ্দার, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শাহ আলী মো. শাওন সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আরমান চৌধুরী, মো. সেলিম, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম মৃধা, সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মো. সেলিম, কাজী ইমরান, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মুফতী ফয়জুল্লাহ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম (দাম্মাম), মাওলানা আব্দুল ওয়াদুদ, হাফেজ ছোবাহান, মানবাধিকার বিষয়ক সম্পাদক এম এ রেজাউল করিম মিরাজ, সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ, সোহেল চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম বাবু (দাম্মাম), সুমন সাহ, পরিবেশ বিষয়ক সম্পাদক সোহাগ মাহমুদ, সহ পরিবেশ বিষয়ক সম্পাদক মো. শাহবুদ্দিন, মো. বকুল হোসেন, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কাজী আইউব আলী, সহ ত্রাণ ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক মানিক সাহ, মোস্তফা কামাল, মোশারফ হোসেন, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুল মতিন মোল্লা, সহ ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক
সম্পাদক নবীর হোসেন নবী, আব্দুল্লাহ আল মামুন, গণ শিক্ষা বিষয়ক সম্পাদক ওয়ালি উল্লাহ ব্যাপারি, সহ গণ শিক্ষা বিষয়ক সম্পাদক ছিদ্দিক হোসেন রিপন, মহাসিন ফরাজী, ফারুক হোসেন, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মাদ ইয়াকুব (সোহেল), সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলামিন সরকার, মফিজ সরকার (দাম্মাম), নুর নবী (আল ক্বাছিম)।

নির্বাহী সদস্য এইচ এম তৌফীক এলাইহী কবীর, শফিউল্লাহ বাচ্চু (আল হাসা), হুসেন আহমেদ (হাইয়েল), মোশারফ হোসেন (হাফের আলবাতেন), তোফায়েল আহমেদ তুহিন (জুবাইল), মো. ইলিয়াস পাটোয়ারী (আলক্বাসীম), বাহার পাটোয়ারী (আলহাসা), আবুল খায়ের (আলজুবাইয়েল), তালুকদার আব্দুর রহমান বেল্লাল, আমজাদ হোসেন, ফোরকান মৃধা, মোস্তফা তালুকদার, রুহুল আমিন মীর, মীর কাশেম আলী, লিয়াকত, আলামীন (দাম্মাম), জহিরুল ইসলাম বাবু (দাম্মাম), মনির হোসেন (হাফের আলবাতেন), ইদ্রীস গাজী (হাফের আলবাতেন), মোশাররাফ হোসেন খান (আলহাসা), আব্দুল আজিজ বাহার পাটোয়ারী (আলহাসা), আনিসুর রহমান (আলখারিজ), মোস্তফিজুর রহমান (আলখারিজ), আলামিন ব্যাপারী, দেলোয়ার হোসেন, আব্দুল ওয়াহিদ, নাছির উদ্দিন, মিরাজ মীর, পনির হোসেন, নূর আলম, বাচ্চু আকন, মিজানুর রহমান, এইচ এম মুকূল, মামুনুর রশিদ (হাইয়েল), জামাল পাঠান (হাইয়েল), মোশাররফ হোসেন ভূঁইয়া (হাফার আল বাতেন), জাকির হোসেন ( হাফের আল বাতেন), কবির হোসেন দেওয়ান (আল ক্বাছিম), জামাল ঊদ্দিন সবুজ (দাম্মাম), রুবেল রানা তালুকদার (দাম্মাম), লুৎফর রহমান (দাম্মাম), আব্দুর রহমান টিটু (জুবায়েল), আবু কাওছার, কুদ্দুস ফরাজী (আল খোবার), মোহামাদ মগলু, জাকির হোসেন, আবু ইঊসুফ, আমীর হোসেন, কবীর হোসাইন (দাম্মাম), মাইনুদ্দিন রাজ (দাম্মাম), জামাল আহমেদ, মোস্তফা কামাল, ফিরোজ আহমেদ (আল খাফজি), ফারুক ডিলার, সজীব সরকার, মুসা আজাদী (দাম্মাম), আরিফ মাহমুদ, মনির হোসেন, মিজানুর রহমান, মহসীন আলম শান্ত, আব্দুল আজিজ, মাজহারুল ইসলাম, নরুল আবছার, ফারুক জমাদ্দার, রাজু পাটোয়ারী।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ