মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাই ছগির ফরাজি ও তার ছেলের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই হারুন ফরাজি (৫০) গুরুতর আহত হয়েছেন।
সোমবার (সেপ্টেম্বর ৬, ২০২১) বিকেলে উপজেলার সাপলেজা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ দুই সহোদর ওই গ্রামের মৃত আব্দুল জব্বার ফরাজির ছেলে। পুলিশ সোমবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গুরুতর আহত হারুন ফরাজি জানান, পৈত্রিক সূত্রে পাওয়া তার জমিতে ছোট ভাই ছগির ফরাজি জোর করে আমন বীজ রোপন করে। এ ঘটনার কারণ জানতে গেলে ছোট ভাই ছগির ফরাজি ও ভাতিজা রাকিব ফরাজি তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। তার চিৎকারে স্ত্রী ফিরোজা বেগম এগিয়ে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।