21.8 C
Mathbaria
মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

বেটা ভার্সন

মঠবাড়িয়ায় স্বামী মৃত্যুর পর গৃহবধূকে ৫ মাসের শিশু সহ বাড়ি থেকে বের করে দিল

নির্যাতনের পর গৃহবধূ লিমা বেগম (২২) হাসপাতালে।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

মঠবাড়িয়ায় স্বামী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার ২৭ দিন পর ৫ মাসের শিশু সন্তানকে আনতে গেলে শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতনে লিমা বেগম (২২) নামের এক গৃহবধূ এখন হাসপাতালে।

লিমা বেগম উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের আলতাফ মুন্সীর মেয়ে।

আহত সূত্রে জানাগেছে, উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের আলতাফ মুন্সীর মেয়ে লিমা বেগম এর সাথে প্রায় দেড় বছর পূর্বে ছোট মাছুয়া গ্রামের মজনু ফরাজীর ছেলে মিজান ফরাজীর বিয়ে হয়। বিয়ের পর তাদের ঔরসে একটি কন্যা সন্তান জন্ম নেয়। মদিনা নামের কন্যা সন্তানটির বর্তমান বয়স এখন প্রায় ৫ মাস।

গত ১০ মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজান ফরাজী মারা যান। মিজান ফরাজী মারা যাওয়ার কয়েক দিন পর শ্বশুর বাড়ির লোকজন ৫ মাসের শিশু মদিনাকে রেখে লিমাকে বাড়ি থেকে বের করে দেয়। পরে বিষয়টি নিয়ে রোববার স্থানীয়ভাবে শালিস বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত হয় ৫ মাসের শিশু সন্তানকে মায়ের কাছে দিয়ে দেয়া হবে। সিদ্ধান্ত অনুসারে সোমবার সকালে লিমা বেগম তার মাকে নিয়ে শিশু সন্তান মদিনাকে আনতে ছোট মাছুয়া গ্রামের শ্বশুর বাড়ি যান। বাড়ি যাওয়ার সাথে সাথেই শ্বশুর মজনু ফরাজী, শাশুড়ি শিউলী বেগম, দেবর ফয়সাল সহ শ্বশুর বাড়ির লোকজন লিমা বেগমকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। পরে স্থানীয়রা লিমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ