বাংলাদেশ জমিয়াতুল মেদার্রেছীন মঠবাড়িয়া উপজেলা শাখার কমিটিতে টিকিকাটা নুরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবু জাফর সভাপতি এবং মঠবাড়িয়া আ. ওহাব মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. বেলায়েত হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার স্থানীয় জমিয়াত কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলন শেষে বিকেলে আগামী ৫ বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। সম্মেলনে জেলা জমিয়াতুল মেদার্রেছীন সভাপতির প্রতিনিধি ছারছিনা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসার মুফাচ্ছির মাওলানা মো. আ জ ম ওয়াহিদুল আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জামিয়াতের সাধারন সম্পাদক মাওলানা মোঃ ফারক হোসেন, শেখ ফজিলাতুন্নেছা মহিলা কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. আবু জাফর সালেহ, দাউদখালী সিনিয়ির মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আ. কুদ্দুস, বেতমোর আশ্রাফুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ওমর ফারুক, বান্ধবপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. দেলোয়ার হোসেন, টিকিকাটা নুরিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. সিদ্দিকুর রহমান, হোগলপাতি নেছারিয়া সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা মনির হোসেন, মাওলানা এবিএম রুহুল আমিন ও মাওলানা মো. ওবায়দুল্লাহ প্রমুখ।
জমিয়াতুল মোদার্রেছীন নিয়ে আরো পড়ুনঃ-
- ↑ দৈনিকশিক্ষা। “মাদরাসা শিক্ষা: মুখোমুখি জমিয়াতুল মোদার্রেছীন ও জেনারেল টিচার্স – দৈনিকশিক্ষা”।
- ↑ “‘মাদ্রাসা শিক্ষার উন্নয়ন-আধুনিকায়নে সরকারের ভূমিকা অনস্বীকার্য’ | সারাদেশ | The Daily Ittefaq”।
- ↑ প্রতিবেদক, নিজস্ব। “মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের শত বছরের স্বপ্ন পূরণ হয়েছে-মহাসচিব, জমিয়াতুল মোদার্রেছীন”।
- ↑ “শিক্ষামন্ত্রীকে মাদ্রাসা শিক্ষকদের অভিনন্দন”।
- ↑ আলোকিত রাঙামাটি । “মাদরাসা শিক্ষকদের সরকারি বেতন চালু করেন বঙ্গবন্ধু”।
- ↑ রিপোর্টার, স্টাফ। “জমিয়াতুল মোদার্রেছীনের অভিনন্দন”।
- ↑ “মাদরাসা শিক্ষা: মুখোমুখি জমিয়াতুল মোদার্রেছীন ও জেনারেল টিচার্স – দৈনিকশিক্ষা”।