24 C
Mathbaria
শুক্রবার, মার্চ ৩১, ২০২৩

বেটা ভার্সন

দুদকের দুই মামলার পিরোজপুর পৌর মেয়র দম্পতির জামিন

দুদকের দুই মামলার পিরোজপুর পৌর মেয়র দম্পতির জামিন।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

পিরোজপুরে পৌরসভার মেয়র দম্পতির বিরুদ্ধে দুদকের দায়ের করা ২ মামলার জামিন দিয়েছেন জেলা ও দায়রা জজ। আজ সোমবার পিরোজপুর জেলা ও দায়রা জজ মো. মুহিদুজ্জামানের আদালত আগামী ২০ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করে এ জামিন আদেশ দেন।

২৮ মার্চ দুই মামলায় পৌর মেয়র দম্পতি উচ্চ আদালত থেকে জামিন নেন। মামলার আসামী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট দেলোয়ার হোসেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি পৌর মেয়র হাবিবুর রহমান মালেক ও তার স্ত্রী নিলা রহমান সহ ২৮ জনের বিরুদ্ধে গত ১৮ মার্চ পৃথক দুটি মামলা করেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর আগে পিরোজপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পৌরমেয়র হাবিবুর রহমান মালেক ও তার স্ত্রী নীলা রহমানের বিরুদ্ধে দুদকের করা দুটি পৃথক মামলার শুনানী আগামী ০৫ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করেছিলো সুপ্রিম কোর্ট এর হাইকার্ট ডিভিশন। এর আগে গত ২৮ মার্চ ওই দুই মামলায় মেয়র দম্পত্তি উচ্চ আদালত থেকে জামিন নেন। গত ২৬ আগস্ট, ২০২১ বৃহস্পতিবার জেলা জজ আদালতে হাজির হলে আদালত শুনানীর জন্য ২৯ আগস্ট, ২০২১ রবিবার দিন ধার্য করেছিলেন। দুটি মামলার শুনানীর জন্য জেলা ও দায়রা জজ মো: মুহিদুজ্জামানের আদালতে হাবিবুর রহমান মালেক ও তার স্ত্রী নীলা রহমান হাজির হলে তারা জানতে পারেন গতকাল রাতে সুপ্রিম কোর্ট এর হাইকার্ট ডিভিশন একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ০৫ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত সকলের অন্তবর্তী কালীন জামিন বর্ধিত করেছেন। এ কারনে জেলা জজ আদালত পরবর্তী শুনানীর তারিখ রাখেন সেপ্টেম্বর ০৬, ২০২১ তারিখে।

এক মামলায় মেয়র ও তার স্ত্রী এবং অন্যটিতে মেয়রসহ পৌরসভার ২৭ কর্মকর্তা-কর্মচারীদের অভিযুক্ত করা হয়। উক্ত মামলায় পিরোজপুর জেলা ও দায়রা জজ মো. মুহিদুজ্জামানের আদালত আগামী ২০ অক্টোবর, ২০২১ পরবর্তী শুনানির দিন ধার্য করে এ জামিন আদেশ দেন। উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক আলী আকবর বাদী হয়ে এ বছরের ১৮ মার্চ একটি মামলায় মেয়র ও তার স্ত্রীকে অভিযুক্ত করে জ্ঞাত আয়বর্হিভূত ৩৬ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৯৩২ টাকার সম্পদ এবং অন্যটিতে মেয়র ও কাউন্সিলর আব্দুস সালাম সহ ২৭ জনের বিরুদ্ধে নিয়োগে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুদকের সমন্বিত কার্যালয় বরিশালে এ মামলা দায়ের করেন।

আগের খবরঃ- দুদকের পৃথক ২ মামলায় পিরোজপুরের মেয়র দম্পত্তি আদালতে

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ