পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগীর মোবাইল চুরির ঘটনা ঘটেছে। স্বাস্থ্য কমপ্লেক্সে সিসি ক্যামেরা থালেও চলছেনা একটিও।
বিকল হয়ে পরে আছে সব কয়টি ক্যামেরা।
এর আগেও একাধিকবার রোগীদের মোবাইল চুরি হওয়ার ঘটনা ঘটেছে।
আজ রবিবার (৫ সেপ্টেম্বর ) পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে মনজুরুল আলম নামের এক রোগীর মোবাইল চুরি হয়েছে ।
রোগীর কাছ থেকে জানা যায় , আজ বেলা ১১ টার দিকে তিনি তার মোবাইল বালিশের নিচে রেখে ঘুমিয়ে ঘুমিয়েছিলাম , ঘুম থেকে উঠে দেখি মোবাইল নেই ।
তিনি আরো জানান আমার বিকাশে ৫ হাজার টাকা ছিল ।
রোগীর স্ত্রী জানান, মোবাইল হারানোর পর তিনি সিসি ক্যামেরা ফুটেজ দেখার জন্য নার্সের কাছে গেলে দায়িত্বরত নার্স বলেন সিসি ক্যামেরা ঠিক আছে কিনা জানিনা।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাইফুল হাসান জানান , পাথরঘাটায় আমি নতুন আসছি সিসি ক্যামেরা সবগুলো ভালো আছেকিনা আমি বলতে পারবো না । তবে মোবাইল চুরির ঘটনা আমি জানতে পেরেছি। আমি বিষয়টি খতিয়ে দেখতেছি।