24 C
Mathbaria
শুক্রবার, মার্চ ৩১, ২০২৩

বেটা ভার্সন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ বছরের পরিবহন ও হল ফি মওকুফ

বিষয়টি নিশ্চিত করেছেন প্রক্টর খোরশেদ আলম।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

করোনা পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের গত ১ বছরের পরিবহন ও হল ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর খোরশেদ আলম জানান, শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে রোববার (সেপ্টেম্বর ৫, ২০২১) বিকেলে পরিবহন ও আবাসিক খাতের ফি মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া যারা এরইমধ্যে পরিবহন ফি জমা দিয়েছে তাদের টাকা পরবর্তীতে সমন্বয় করা হবে।

বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির এক জরুরি অনলাইন সভায় রোববার (সেপ্টেম্বর ৫, ২০২১) বিকেলে এই সিদ্ধান্ত নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রক্টর খোরশেদ আলম।

তি‌নি বলেন, শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে রোববার বিকেলে পরিবহন ও আবাসিক খাতের ফি মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া যারা এরইমধ্যে পরিবহন ফি জমা দিয়েছে তাদের টাকা পরবর্তীতে সমন্বয় করা হবে।

গত মাসের শেষ দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের নোটিশ জারি করে। সেখানে পরিবহন ফি বাবদ টাকা চাওয়া হলে বিভিন্ন মাধ্যমে প্রতিবাদ করেন শিক্ষার্থীরা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ