21.5 C
Mathbaria
মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

বেটা ভার্সন

মঠবাড়িয়ায় দু’টি রাস্তার উদ্বোধন করলেন সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী

হলতা গুলিসাখালী ইউনিয়নের টিয়ারখালী বাজার থেকে বান্ধবপাড়া বাসস্ট্যান্ড ও বান্ধবপাড়া বাসস্ট্যান্ড থেকে বুখইতলা পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজ উদ্বোধন করছেন ডা. রুস্তম আলী ফরাজী।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

মঠবাড়িয়া প্রতিনিধিঃ মুজিব শতবর্ষে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার হলতা গুলিসাখালী ইউনিয়নের টিয়ারখালী বাজার থেকে বান্ধবপাড়া বাসস্ট্যান্ড ও বান্ধবপাড়া বাসস্ট্যান্ড থেকে বুখইতলা পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজ উদ্বোধন হয়েছে।

আজ রোববার (সেপ্টেম্বর ৫, ২০২১) বিকেলে ইউনিয়ন উন্নয়ন কমিটির আয়োজনে বান্ধবপাড়া বাজারে অনুষ্ঠিত এক সভায় রাস্তা দু’টির কাজের উদ্বোধন করেন সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী।

এসময় সাবেক ইউপি সদস্য মহিউদ্দিন আহমেদ ফারুক হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন হলতা গুলিসাখালী ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল আলম বাদল, সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ফারুক, সংসদ সদস্যের জন সংযোগ কর্মকর্তা আলী রেজা রনজু প্রমুখ।


সাবেক ইউপি সদস্য মহিউদ্দিন আহমেদ ফারুক হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালিত হয়।

এলজিইডি সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় এক কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে টিয়ারখালী বাজার থেকে বান্ধবপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তার কার্যাদেশ পাবার পর ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সেলিম এন্টারপ্রাইজ ও ৬৫ লাখ টাকা ব্যয়ে বান্ধবপাড়া বাসস্ট্যান্ড থেকে বুখইতলা পর্যন্ত রাস্তার কার্যাদেশ পাবার পর ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আকাশ এন্টারপ্রাইজ ২০১৯-২০ অর্থ বছরে এ রাস্তা দুটির নির্মাণ কাজ শুরু করেন। 

সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী জানান, ‘গ্রাম হবে শহর’ সরকারের এই স্লোগানকে বাস্তবায়নের ধারাবাহিকতায় মঠবাড়িয়া উপজেলার সকল গ্রামের রাস্তাগুলো আধুনিকায়ন করা হবে।


অনুষ্ঠান সঞ্চালক ছিলেন সংসদ সদস্যের জন সংযোগ কর্মকর্তা আলী রেজা রনজু ।

এসময় হলতা গুলিসাখালি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ৯ জন ইউপি সদস্য (মেম্বার) ও ৩ জন মহিলা মেম্বার (সংরক্ষিত) পরিষদের পক্ষ থেকে বান্ধবপাড়া বাস স্ট্যান্ড এর মত-বিনিময় সভায় এমপি মহোদয় কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


এমপি মহোদয় কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

এরপরে হলতা গুলিসাখালি ইউনিয়ন পরিষদের জামাল মেম্বার (৪ নং ওয়ার্ড, সাবেক), আলাউদ্দীন মেম্বার (১ নং ওয়ার্ড, সাবেক), শাহাবুদ্দীন প্যাদা সহ মোঃ লিটন পহলান সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি জনাব ডাঃ রুস্তম আলী ফরাজি এমপি মহোদয় এর হাতে ফুলের তোড়া দিয়ে তার সাথে একাত্মতা প্রকাশ করেছেন।


সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি জনাব ডাঃ রুস্তম আলী ফরাজি এমপি মহোদয় এর হাতে ফুলের তোড়া দিয়ে তার সাথে একাত্মতা প্রকাশ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ