মঠবাড়িয়া প্রতিনিধিঃ মঠবাড়িয়ায় ৮৪ পিস ইয়াবা সহ মাদক কারবারি আরিফ হাওলাদার (৪৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রোববার ( ৫ সেপ্টেম্বর, ২০২১) দুপুরে উপজেলার উদয়তারা বুড়িরচর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
রোববার দুপুরে উপজেলার ধানীসাফা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরিফ উপজেলার উদয়তারা বুড়িরচর গ্রামের মৃত আনেচ হাওলাদারের ছেলে।
থানা সূত্রে জানাগেছে, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আঃ হক এর নেতৃত্বে এসআই নুরুজ্জামান ও এসআই সজল ইসলাম সংগীয় ফোর্সসহ নিয়ে মাদক ক্রেতা সেজে অভিযান চালিয়ে আরিফ হাওলাদারকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৮৪ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল জানান, গ্রেফতারকৃত আরিফের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে সোমবার আদালতে সোপর্দ করা হবে।