22.9 C
Mathbaria
রবিবার, মার্চ ২৬, ২০২৩

বেটা ভার্সন

রাতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা

ফাইল ছবি।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

কোপা আমেরিকার প্রায় দুই মাস পর আজ বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ১টায় (সেপ্টেম্বর ৬, ২০২১) বিশ্বকাপ বাছাইপর্বে আবারো মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। এর আগে, ভেনেজুয়েলার বিপক্ষে ৩-১ গোলের জয় নিয়ে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে পৌঁছায় আর্জেন্টিনা। সেই তুলনায় চিলির বিপক্ষে জিততে বেশ ঘাম ঝরাতে হয়েছে ব্রাজিলকে।

রাতের ম্যাচ সামনে রেখে ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে থাকা মেসিরা পুনরাবৃত্তি করতে চায় কোপা আমেরিকার সেই ফাইনালের। যেখানে আনহেল ডি মারিয়ার একমাত্র গোলে ২৮ বছর পর আন্তর্জাতিক শিরোপার দেখা পায় আলবিসেলেস্তারা।

তবে রাতে কোপা আমেরিকার ফাইনালে পুনরাবৃত্তি বলা মোটেও ঠিক হবে না। করোনার নিষেধাজ্ঞার কারণে ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবে খেলা নয়জন খেলোয়াড়কে ছাড়াই দল গঠন করতে হয়েছে ব্রাজিলকে। অপর দিকে আর্জেন্টিার সুপার স্টার লিওনেল মেসি এই ম্যাচে খেলবেন কিনা তা নিয়ে কিছুটা সংশয় দেখা দিয়েছে।

সম্ভাব্য একাদশ :
ব্রাজিল : ওয়েভেরটন, দানিলো, মারকিনিওস, মিলিতাও, সান্দ্রো, পাকেতা, ক্যাসেমিরো, গিমারেজ, বারবোজা, নেইমার, ভিনিসিয়াস।
আর্জেন্টিনা : এমিলিয়ানো, মলিনা, পেজ্জেলা, ওতামেন্দি, তালিয়াফিকো, ডি মারিয়া, ডি পল, লো সেলসো, রদ্রিগেজ, মেসি, লাওতারো।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ