দৃষ্টি আকর্ষনঃ
মঠবাড়িয়া পৌরসভা হচ্ছে একটি প্রথম শ্রেণির পৌরসভা,তাই অত্যান্ত দুঃখের সাথে বলতে হয়, মুক্তিযোদ্ধা হচ্ছে জাতীর প্রথম শ্রেণির সূর্য সন্তান, তাই তাদের সম্মানার্থে মঠবাড়িয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডে একটি মুক্তিযোদ্ধা গোরস্থান করা হয়েছে।
সাথেই রয়েছে আরো একটি সাধারণ জনতা সহ বিভিন্ন বুদ্ধিজীবী ও শ্রেণি পেশার ব্যক্তিদের গোরস্থান। আর এই গোরস্থানই হচ্ছে মানুষের সর্বশেষ ঠিকানা। কিন্তু এই গোরস্থান দুটির কাছে গেলেই মানুষের নাক ফিরিয়ে চলতে হয়।
কারন যত রকমের ময়লা-আবর্জনা দুর্গন্ধযুক্ত জিনিস আছে সব ফালানো হয় গোরস্থান দুটির সামনে। ময়লার স্তুপের কারনে অত্র এলাকার জনগণের চলাচলের জন্য রাস্তাটি অনুপযোগী হয়ে গেছে।

এগুলো দেখার মতো যেনো কেউ নেই আমাদের এই সনাজে। কিবা এলাকার সচেতন নাগরিক, কিবা রাজনীতিবিদ, কিবা অত্র ওয়ার্ডের কাউন্সিলর সবাই যেনো যার যার ধান্ধা নিয়ে সে ঘুরছে। আত্মায় কষ্ট পাচ্ছে মৃত্যু ব্যক্তিরা, আর ভোগান্তি হচ্ছে অত্র আবাসিক এলাকার জনগণের। এলাকাবাসী জানান পৌরসভার অব্যবস্থানার কারনে আমাদের এই চরম ভোগান্তি হচ্ছে।
