অনলাইন ডেস্কঃ করোনা ভাইরাসের কারণে এই বছরের রমাজান ও ঈদ সবকিছুই অন্য যেকোনো বছরের চেয়ে আলাদা। সমাজের অসহায় মানুষের কষ্ট আরো বেশি। সরকার সহ বিত্তবান নানা সামাজিক সংগঠন কমবেশি সবাই চেষ্টা করছে একে অপরের পাশে দাঁড়াবার, ঠিক সেরকম একটা অবস্থান থেকে ইউনিয়ন যুবলীগের সভাপতি শিপন হাওলাদার তার ব্যক্তিগত অর্থায়নে তার নিজ ইউনিয়ন আমড়াগাছিয়ায় নিম্নআয়ের বিভিন্ন শ্রেনী পেশার ১ শতাধিক মানুষদের নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন।
শিপন হাওলাদার এর সাথে যোগাযোগ করলে তিনি জানান আমি আমার সাধ্যমতো ইউনিয়নের ছিন্নমূল হতদরিদ্র মানুষের মাঝে ঈদের আনন্দ কিছুটা হলেও ফিরিয়ে দিতে কাজ করছি। করোনা পরিস্থিতির শুরু থেকে এলাকার মানুষের পাশে আছি।