29.4 C
Mathbaria
রবিবার, মে ২৮, ২০২৩

বেটা ভার্সন

মঠবাড়িয়ার শাপলেজায় সোনার বাংলা ব্লাড ফাউণ্ডেশনের মাসিক আলোচনা সভা

সোনার বাংলা ব্লাড ফাউণ্ডেশনের মাসিক আলোচনা সভা।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবি সংগঠন সোনার বাংলা ব্লাড ফাউণ্ডেশনের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার বিকেলে সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সংগঠনের অস্থায়ী দপ্তরে অনুষ্ঠিত এ সভায় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য দেন, সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. গোলাম রব্বানী, সোনার বাংলা ব্লাড ফাউণ্ডেশনের এর সমন্বয়ক মারুফা জান্নাত, মিথুন মিত্র, শিক্ষার্থী তামান্না শিমু ও সিফাত খান প্রমূখ।

সভায় দরিদ্র অসহায় বিপন্ন নারী ও শিশুকে স্বেচ্ছায় রক্ত বিষয়ে মানবিক নানা উদ্যোগ মূলক কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। সেই সাথে দরিদ্র গর্ভবতী নারীদের সহায়তার জন্য দুইজন করে রক্তদাতা প্রস্তুত রাখা,থ্যালাসেমিয়া রোগ থেকে দরিদ্র নারীদের বিয়ের আগে রক্ত পরীক্ষা বিষয়ে সচেতনতা মূলক পরামর্শ প্রদান করা হয়।

উল্লেখ্য, মঠবাড়িয়ার একদল তরুণদের সমন্বয়ে গড়ে তোলা অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবি সংগঠন সোনার বাংলা ব্লাড ফাউণ্ডেশন বিপন্ন নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় স্বেচ্ছায় রক্তদান ও তাদের স্বাস্থ্যসেবা বিষয়ে মানবিক সহায়তা প্রদান করে আসছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ