25.4 C
Mathbaria
মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

বেটা ভার্সন

বরিশাল বিভাগে করোনা ও উপসর্গে ৪ জনের মৃত্যু, শনাক্ত ৮৬

করোনাভাইরাস এর প্রতীকী ছবি।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

বরিশাল বিভাগে করোনা ও করোনার উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে ৮৫৬ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৮৬ জনের। শনাক্তের হার ১০ দশমিক শূন্য ৫ শতাংশ। আজ শুক্রবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগের ২৪ ঘণ্টায়ও বিভাগে করোনা ও করোনার উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে ৭৭০ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ৮৮ জনের। শনাক্তের হার ছিল ১১ দশমিক ৪৩ শতাংশ।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনায় মারা যাওয়া তিনজনের দুজন বরগুনার ও একজন ভোলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা ৬৬১। বিভাগে মৃত্যুহার ১ দশমিক ৫০ শতাংশ হলেও এ হার বরগুনায় প্রায় দ্বিগুণ—২ দশমিক ৫৪ শতাংশ। এদিকে উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে। এ পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে ৯৪৬ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় ২৬, ভোলায় ৩৩, পটুয়াখালীতে ১০, পিরোজপুরে ও বরগুনায় ৬ জন করে এবং ঝালকাঠিতে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগে শনাক্তের হার ১০ দশমিক শূন্য ৫ শতাংশ হলেও ভোলায় এ হার ১৫ দশমিক ২৮ শতাংশ। আর করোনা শনাক্তের হার সবচেয়ে কম বরগুনায়—৭ দশমিক ৬৯ শতাংশ।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, দুই সপ্তাহের বেশি সময় ধরে বিভাগে করোনা শনাক্তের হার অনেক কম। আগে ২০ শতাংশের কাছাকাছি থাকলেও প্রায় এক সপ্তাহ ধরে তা ১০ থেকে ১৫ শতাংশের মধ্যে ওঠানামা করছে। তবে সার্বিকভাবে বলা যায়, পরিস্থিতির উন্নতি হয়েছে। এ উন্নতিকে ধরে রাখতে হলে টিকা নেওয়ার ব্যাপারে মানুষের আগ্রহ বাড়ানো ও স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ