30.1 C
Mathbaria
রবিবার, মার্চ ২৬, ২০২৩

বেটা ভার্সন

রুদ্ধশ্বাস দ্বিতীয় টি টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধ্যে বাংলাদেশের চার রানের জয়

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড এর মধ্যকার ২য় টি টোয়েন্টি ম্যাচ।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

ঘরের মাঠে অষ্ট্রেলিয়াকে ৪-১ সিরিজ হারানোর পর আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা সাকিবদের সঙ্গে এঁটে উঠতে পারছে না নিউজিল্যান্ড। একে তো কেন উইলিয়ামসন, গাপ্তিলদের মতো প্রথম সারির খেলোয়াড়রা দলে নেই তার উপর ধীর গতির পিচে বাংলাদেশী ঘূর্ণি। ল্যাথামের তরুণ দলের সামনে বড়ই কঠিন পরীক্ষা। প্রথম টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন ৬০ রানে অলআউট হয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচে লড়াই করেও ৪ রানে হারলেন ল্যাথামরা।

ঢাকার শের-এ-বাংলা ক্রীড়াঙ্গনে টসে জিতে প্রথমে ব্যাট করবার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করবার দায় নিজেদের কাঁধে তুলে নেন ইনিংসের সূচনাকারী মহম্মদ নইম ও লিটন দাস জুটি। স্কোর বোর্ডে ৫৯ তোলার পর রচীন রবীন্দ্রের শিকার হয়েছেন লিটন (২৯ বলে ৩৯)। অন্য ওপেনার নইম বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলে রবীন্দ্রর বলেই টম বান্ডেলের হাতে ক্যাচ তোলেন। রান পাননি দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম (০) ও সাকিব (১২)। ৫৯ রানে ১ উইকেট থেকে দ্রুত ৭২ রানে ৩ উইকেট হয়ে যায় বাংলাদেশ। মাহমুদউল্লাহ ৩২ বলে ৩৭ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে দলের রান সম্মানজনক জায়গায় পৌঁছে না দিলে বিপর্যয়ের মুখে পড়ত বাংলাদেশ। শেষ অব্ধি অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ। নির্ধারিত ২০ ওভারের শেষে ৬ উইকেট হারিয়ে ১৪১ রান তোলে বাংলাদেশ। ঘূর্ণি পিচে জয়ের জন্যে রানটি জন্য যথেষ্টই ছিল। কিউয়িদের পক্ষে বল হাতে সবচেয়ে সফল রচীন রবীন্দ্রই। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার।

১৪২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে খারাপ শুরু করে নিউজিল্যান্ড। মাত্র তিন ওভারের মধ্যেই সাজঘরে ফেরেন তাদের দুই ওপেনার টম বান্ডেল ও রচীন রবীন্দ্র। আগের ম্যাচের মতোই মেহদি হাসান ও সাকিব নিউজিল্যান্ডের উপর প্রথম আঘাত হেনেছেন। কিউয়ি দলের অধিনায়ক ল্যাথাম পরবর্তী ব্যাটসম্যান উইল ইয়ংকে নিয়ে মরিয়া লড়াই শুরু করেছিলেন। কিন্তু অভিজ্ঞ সাকিবের বলে ব্যক্তিগত ২২ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন ইয়ং। এই ম্যাচেও রান পাননি হেনরি নিকোলাস ও কলিন ডি গ্র‍্যান্ডহোম। মুস্তাফিজুরের শেষ ওভারে জয়ের জন্যে ২০ রান প্রয়োজন ছিল ল্যাথামদের। বিশতম ওভারে একটি নো বল করে বাংলাদেশের ক্রিকেট অনুরাগীদের স্নায়ুর চাপ বাড়িয়ে দিয়েছিলেন মুস্তাফিজুর। শেষ দুই বলে আট রানের প্রয়োজন ছিল নিউজিল্যান্ডের। স্ট্রাইকে সেট হয়ে যাওয়া ল্যাথাম দুই বলে তিন রানই সংগ্রহ কর‍তে পারেন। দুর্দান্ত ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে ম্যাচে টিকিয়ে রাখলেও জেতাতে ব্যর্থ কিউয়ি অধিনায়ক ল্যাথাম। ৪ রানে দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে ৫টি ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে গেলেন সাকিবরা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ