আল রেজা রায়হানঃ পিরোজপুরের মঠবাড়িয়ার দক্ষিণ গুলিসাখালী নিবাসী মো. জিয়াউল হক সবুর ইন্সপেক্টর অফ পুলিশ পদে পদোন্নতি পেয়েছেন। মঙ্গলবার ( ৬ ডিসেম্বর ২০১৬) পুলিশ হেডকোয়ার্টার্সের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে ডি এম পি এর এক ওয়েবসাইটে ৭ ডিসেম্বর ২০১৬ তারিখে এ তথ্য প্রকাশ করা হয়।
মো. জিয়াউল হক সবুর গুলিসাখালীর ঐতিহ্যবাহী হাওলাদার বাড়ির মমিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের জমি দাতা জনাব মো. আব্দুল মান্নান হাওলাদারের মেঝ ছেলে এবং মরহুম মৌলভী তছিল উদ্দিন হাওলাদারের পৌত্র (নাতি)।
এ বিষয়ে জানতে চাইলে জিয়াউল হক বলেন “মহান আল্লাহতালার পরম করুনায়, আমি পুলিশের ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন দেশ ও মানুষের সেবায় সদা নিয়োজিত থাকতে পারি।”