29.4 C
Mathbaria
রবিবার, মে ২৮, ২০২৩

বেটা ভার্সন

কাপ্তাই হ্রদে নৌযানের ছাদে পর্যটক নিষিদ্ধ, সাউন্ডবক্স-মাইক বন্ধেরও নির্দেশ

নৌযানের ছাদে বিপদজনক ভাবে পর্যটন

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

নিজস্ব প্রতিনিধিঃ কাপ্তাই হ্রদে নৌযানের ছাদে পর্যটক পরিবহন নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। একইসংগে লাইফ জ্যাকেট ছাড়াও ভ্রমণ বন্ধ এবং শব্দ দূষণরোধে উচ্চস্বরে সাউন্ড সিস্টেম ও মাইক ব্যবহার বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর ২০২১) সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় নৌ দুর্ঘটনার প্রেক্ষিতে নৌযান মালিক, শ্রমিকদের নিয়ে সভা করে নৌ নিরাপত্তা নিশ্চিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মো. মিজানুর রহমান জানান, ব্রাহ্মণবাড়িয়ার মতো ঘটনা যাতে কাপ্তাই হ্রদে না ঘটে সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নির্দেশনা তদারকিতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। পাশাপাশি নৌ-পুলিশকেও নির্দেশনা দেওয়া হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ