25.4 C
Mathbaria
মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

বেটা ভার্সন

আলী রেজা রনজু পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের এমপি ডা. রুস্তুম আলী ফরাজির অ্যাম্বাসেডর নিয়ো‌জিত

জনাব ডা. রুস্তুম আলী ফরাজি সাহেবের সাথে আলী রেজা রনজু

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনে উন্নয়ন প্রচারে প্রতিনিধিত্ব করার জন্য  আমারএমপি ডট কম এর বাংলাদেশ জাতীয় সংসদ এর পিরোজপুর-১২৯ মঠবাড়িয়া নির্বাচনী এলাকায় স্থানীয় সংসদ সদস্যের অধিনে অ্যাম্বাসেডর (সংসদীয় প্রতিনিধি) হিসেবে মঠবাড়িয়ার গুলিসাখালী ইউনিয়নের দক্ষিণ গুলিসাখালী গ্রামের মো. আলী রেজা রনজুকে নিযুক্ত করা হয়েছে।

আলী রেজা রনজু উপজেলার দক্ষিণ গুলিসাখালী গ্রামের মো. মোস্তফা শহীদুল আলম ও সুলতানা রাজিয়া এর ছেলে । চার ভাই বোনের মধ্যে সবার বড় আলী রেজা রনজু দীর্ঘ দিন ধরে তথ্য প্রযুক্তি উন্নয়নে কাজ করে আসছেন। তিনি সংসদীয় প্রতিনিধি হিসেবে মঠবাড়িয়া আসনে উন্নয়ন প্রচারে প্রতিনিধিত্ব করবেন।

উল্লেখ্য,জাতীয় সংসদের  আমারএমপি ডট কম হচ্ছে আইসিটি মন্ত্রনালয় পরিচালিত জনগন ও স্থানীয় সাংসদ এর মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করে। যার তত্বাবধানে রয়েছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক সাহেব।

এই ডিজিটাল প্লাটফর্ম এর মাধ্যমে জনগন তার এলাকার যেকোনো ধরনের জনদূর্ভোগ এমপি মহোদয় কে জানাতে পারবেন, এবং এম্বাসেডর হিসেবে জনগনের সেই দুর্ভোগ লাঘবে এমপি সাহেবের কাছ থেকে করনীয় সম্পর্কে তার লিখিত বা ভিডিও বক্তব্য নিয়ে জনগনের কাছে তুলে ধরে জনগনের কাছে সাংসদের জবাবদিহিতা নিশ্চিত করা ।

নতুন দায়িত্ব পেয়ে আলী রেজা রনজু  প্রতিক্রিয়ায় বলেন, মঠবাড়িয়ার তরুণ ও যুব সমাজ কে কর্মমুখী করতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত “লার্নিং এন্ড আর্নিং” প্রজেক্ট মঠবাড়িয়াতে শুরু করার পরিকল্পনা এমপি ডা. রুস্তুম আলী মহোদয় এর মাধ্যমে নিয়েছি।

তিনি মঠবাড়িয়ার সকল মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ