মঠবাড়িয়া উপজেলায় মো. হানজালা (৫) নামের এক শিশুকে হত্যার মামলায় বাবা, চাচা ও সৎমাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার সকালে তাঁদের গ্রেফতার করে পুলিশ। গতকাল শুক্রবার রাতে মো. হানজালার নানি হাসি বেগম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে হত্যা মামলাটি করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন মো. হানজালার বাবা মঠবাড়িয়া পৌরসভার দক্ষিণ মিঠাখালী গ্রামের নূর নবী মোল্লা (৩৫), নূর নবীর দ্বিতীয় স্ত্রী শাহানা বেগম (৩২) ও চাচা মো. বেল্লাল (৩৫)।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, এক বছর আগে নূর নবী মোল্লার সঙ্গে প্রথম স্ত্রী মা ফাতেমা বেগমের বিবাহবিচ্ছেদ হয়। এরপর নূর নবী মোল্লা শাহানা বেগম নামের এক নারীকে বিয়ে করেন। বাবা-মায়ের বিচ্ছেদের পর হানজালা নানি হাসি বেগমের কাছে থাকত। গত ২৯ মার্চ হানজালাকে তার বাবা নানা বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে যান। গত ১৪ এপ্রিল রাতে হানজালাকে হত্যার উদ্দেশ্যে বাবা, সৎমাসহ আসামিরা মারধর করেন। পরদিন হানজালাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন রাতে হানজালা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।