30.1 C
Mathbaria
রবিবার, মার্চ ২৬, ২০২৩

বেটা ভার্সন

সৌদিতে ছয় মাস সময় পেলেন বাংলাদেশি ব্যবসায়ীরা

নাম-পরিচয় গোপন করে অনেক বিদেশি নাগরিক সৌদি আরবে অবৈধভাবে ব্যবসা করছেন।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

নিজের নাম-পরিচয় গোপন করে যেসব বিদেশি নাগরিক সৌদি আরবে অবৈধভাবে ব্যবসা করছেন, তাঁদের ব্যবসা বৈধ করার সময় আরও ছয় মাস বাড়িয়েছে দেশটি। বাংলাদেশি ব্যবসায়ীরাও এ সুযোগ পাচ্ছেন।

সৌদি সরকার সব বিদেশি নাগরিককে নিবন্ধনের মাধ্যমে ব্যবসা বৈধ করতে প্রথমে যে সময় দিয়েছে, তা গত ২৩ আগস্ট শেষ হয়েছে। কিন্তু তাতে আশানুরূপ সাড়া মেলেনি। সৌদি সরকার আশা করেছিল, বেঁধে দেওয়া সময়ের মধ্যে প্রবাসীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাবে। তা না হওয়ায় দেশটি বিদেশি ব্যবসায়ীদের অবৈধ ব্যবসা নিবন্ধনের মাধ্যমে বৈধ করার সময়সীমা আগামী বছরের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে বলে জানা গেছে।

সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, অবৈধ ব্যবসাকে বৈধতা দিতে গত মার্চে সৌদি সরকার বাণিজ্যিক গোপনীয়তাবিরোধী আইন সংশোধন করেছে। সংশোধিত আইনে বিদেশি নাগরিকদের অবৈধ ব্যবসায়িক কার্যক্রম বৈধ করতে বলেছে। কারণ, আইনটি সংশোধনের ফলে ব্যবসায়ের তথ্য লুকানোর সুযোগ নেই।
সৌদি সরকার বলেছিল, ২৩ আগস্টের মধ্যে যাঁরা নিবন্ধন করবেন, তাঁরা সব ধরনের শাস্তি থেকে অব্যাহতি পাবেন। এ নিবন্ধনের মাধ্যমে বিদেশি নাগরিকেরা তাঁদের ব্যবসা, বিনিয়োগ ও অন্যান্য লাভজনক আর্থিক কার্যক্রমের পূর্ণ ও আংশিক মালিকানা বৈধ করার সুযোগ পাবেন।

বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠানের নিবন্ধন না করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিল সৌদি সরকার। সংশোধিত বাণিজ্যিক গোপনীয়তাবিরোধী আইনে নির্দেশ অমান্যকারীদের শাস্তিও নিশ্চিত করা হয়েছে।
তবে কঠোর হুঁশিয়ারি তেমন কাজে আসেনি। সৌদি আরবে প্রবাসী কয়েকজন বাংলাদেশি ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, অবৈধ ব্যবসা বৈধ করার জন্য নিবন্ধনের হার ছিল খুবই কম। নিবন্ধনের হার কম হওয়ার দুটি কারণ উল্লেখ করেছেন বাংলাদেশিরা। প্রথমত, সবার মধ্যে একধরনের ভয় কাজ করেছে। দ্বিতীয়ত, অনেকে আইন সংশোধন ও নিবন্ধনের বিষয়টি জানতেন না।

একাধিক বাংলাদেশি ব্যবসায়ী জানান, নিবন্ধন করলে কী বিপদ হতে পারে, আর না করলে কী হতে পারে—এসব নিয়ে হিসাব কষছেন তাঁরা। যদিও সৌদি সরকার নিশ্চয়তা দিয়েছে, ব্যবসা, বিনিয়োগ ও অন্যান্য লাভজনক আর্থিক কার্যক্রমের পূর্ণ ও আংশিক মালিকানা বৈধ করার সুযোগ পাবেন। অনেক বাংলাদেশি রিয়াদে বাংলাদেশের দূতাবাসে গিয়ে তাঁদের ক্ষতি না হওয়ার নিশ্চয়তা চেয়েছেন।

বাংলাদেশিদের মধ্যে ভয় কাজ করছে, নিবন্ধন করলে যদি সবকিছু হাতছাড়া হয়ে যায়।
সৌদি দূতাবাসের এক কর্মকর্তা বলেন, সৌদি সরকার তাঁদের দেশে কতজন বিদেশি অবৈধ ব্যবসা করছেন, সেটি জানতে আইনি উদ্যোগটি নেয়। কিন্তু ২৩ আগস্ট পর্যন্ত যত নিবন্ধন হয়েছে, সেটি তাঁদের আশাহত করেছে। সে জন্য আরও ছয় মাস সময় বাড়ানো হয়েছে।

নতুন করে জারি করা আদেশে সৌদি সরকার জানিয়েছে, বাণিজ্যিক গোপনীয়তাবিরোধী আইনের আওতায় সৌদি আরবে যেসব বিদেশি নাগরিক অবৈধভাবে ব্যবসা করছেন, তাঁরা ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধনপ্রক্রিয়া শেষ করতে না পারলে সর্বোচ্চ ৫০ লাখ রিয়াল জরিমানা অথবা পাঁচ বছরের কারাদণ্ড অথবা সমুদয় ব্যবসা ও সম্পদ বাজেয়াপ্ত করা হবে।

নতুন নিয়ম অনুযায়ী, বিদেশিদের ব্যবসা নিবন্ধনের পর সৌদি বাণিজ্য মন্ত্রণালয় আইনজীবীর মাধ্যমে তার সত্যতা যাচাই-বাছাই করবে। কোনো ব্যবসায়ীর বার্ষিক লেনদেন ২ কোটি রিয়ালের বেশি হলে ৭৫ শতাংশ মালিকানা তাঁর নিজের নামে থাকবে আর বাকি ২৫ শতাংশ সরকারের মালিকানায় চলে যাবে। কোনো বিনিয়োগকারীর বার্ষিক লেনদেন দুই কোটি রিয়ালের কম হলে সেই অনুপাতে তাঁর মালিকানা নির্ধারিত হবে। নিবন্ধনের সময় শেষ হওয়ার পর কেউ যদি অবৈধ ব্যবসার খবর সরকারের কাছে পৌঁছে দেন, তখন সন্ধানদাতাকে ওই ব্যবসার ৩০ শতাংশ মালিকানা দিয়ে ৭০ শতাংশ সরকার নিয়ে নেবে। সৌদি আরবে এখন ২৩ লাখ বাংলাদেশি রয়েছেন।

জানা গেছে, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশিরা যাতে নিবন্ধনের মাধ্যমে তাঁদের ব্যবসা বৈধ করে নেন, সে জন্য ব্যবসায়ীদের সঙ্গে দফায় দফায় জুমে কথা বলছে সৌদি দূতাবাস। আগামী ছয় মাস বাংলাদেশিদের নিবন্ধনের জন্য প্রচার-প্রচারণাও চালানো হবে। যাঁরা এখনো বিষয়টি জানেন না, তাঁদের তা জানানো হবে বলেও জানিয়েছেন এক কর্মকর্তা।

বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, সংশোধিত আইনের আওতায় সাজাপ্রাপ্ত বিদেশি নাগরিকদের সাজা ভোগ শেষে সৌদি আরব থেকে বহিষ্কার করা হবে। তাঁদের ভবিষ্যতে আর সৌদি আরবে প্রবেশের সুযোগ দেওয়া হবে না।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ