21.5 C
Mathbaria
মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

বেটা ভার্সন

পরীমণি জামিন পাওয়ার পর ফেসবুকে যা লিখলেন অঞ্জনা

পরীর জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলেন অঞ্জনা

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

চিত্রনায়িকা পরীমণি আজ মঙ্গলবার জামিন পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এক সময়ের জনপ্রিয় নায়িকা অঞ্জনা। নিজের ফেসবুক ওয়ালে পরীর সঙ্গে একটি ছবিসহ স্ট্যাটাস দিয়েছেন এই নায়িকা।

অঞ্জনা লিখেছেন, আলহামদুলিল্লাহ পরীমণির জামিন মঞ্জুর। সঠিক পথে এগিয়ে চলে নিজের জীবনকে আরও সুন্দর করবে। আমাদের চলচ্চিত্রকে সমৃদ্ধময় করবে তোমার প্রতিভাময় সু-অভিনয় দিয়ে আমি এই আশীর্বাদ করি। পরীমণির পাশে আমি সবসময় ছিলাম ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবো।

তিনি আরও লিখেছেন, পরীকে নিয়ে আমার দেয়া স্ট্যাটাসগুলো এখনো আমার প্রোফাইলে আছে সবগুলো পজিটিভ আমি ওর পক্ষেই লিখেছি। কেউ বিভ্রান্তমূলক কমেন্ট করার আগে স্ট্যাটাসগুলো দেখে আসবেন আশা করি।

উল্লেখ্য, গত ৪ আগস্ট গ্রেফতার হওয়ার পরপরই পরীমণির পাশে না দাঁড়িয়ে তার সদস্যপদ স্থগিত করে চলচ্চিত্র শিল্পী সমিতি। ঘটা করে সংবাদ সম্মেলনের আয়োজন করে সেই স্থগিতের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে হাজির হয়ে অঞ্জনা পরীমণির সমালোচনাও করেছিলেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ