24 C
Mathbaria
শুক্রবার, মার্চ ৩১, ২০২৩

বেটা ভার্সন

মেসির উপস্থিতি আলাদা প্রভাব সৃষ্টি করে: পিএসজি কোচ

রেইমসের বিপক্ষে রবিবারের এই ম্যাচ দিয়ে পিএসজি অধ্যায়ের শুরু করেছেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

রেইমসের বিপক্ষে রবিবারের ম্যাচ দিয়ে পিএসজি অধ্যায়ের শুরু করেছেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। এটাই বার্সেলোনার ছাড়া অন্য কোনো ক্লাবের হয়ে মেসির প্রথম ক্লাব। এই ম্যাচে মেসিকে স্কোয়াডে রাখলেও সবচেয়ে বড় অস্ত্রকে মূল একাদশে রাখেননি পিএসজি কোচ মাওরোসিও পচেত্তিনো। প্রথমার্ধেও বেঞ্চেই কাটে তার। তবে ম্যাচের ৬৬তম মিনিটে নেইমারের বদলি হিসেবে মাঠে নামেন মেসি।

মেসির অভিষেকের ম্যাচে প্রতিপক্ষের মাঠে ২-০ গোলের জয় পায় পিএসজি। দু’টি গোলই করেছেন কিলিয়ান এমবাপ্পে, মেসি নামার আগেই। তারপরও আর্জেন্টাইন ফরোয়ার্ড যখন মাঠে নামেন, তখন আলাদা প্রভাব সৃষ্টি হয়েছিল বললেন পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো।

৬৬ মিনিটে নেইমারের বদলি হয়ে ৩০ নম্বর জার্সিতে মাঠে নামেন মেসি। মাত্র ২৪ মিনিট খেললেও তার উপস্থিতি ম্যাচে অন্য রকম আবহ তৈরি করেছিল দাবি পচেত্তিনোর, ‘যখনই (মেসি) নামল, বলে প্রথম কয়েকবার পা স্পর্শ করতেই সে দলকে নিরাপত্তা দিলো। সে খুব শান্ত ছিল এবং আমরা তার অভিষেকে খুশি। সে মেসি হলেও জয়ে শুরু করা সবসময় গুরুত্বপূর্ণ।’
আর্জেন্টাইন কোচ আরও বলেন, ‘এটা সত্যি যে আমি এরই মধ্যে তাকে ভালোভাবে (ট্রেনিংয়ে) খেলতে দেখেছি, তাকে হাসিখুশি লেগেছে এবং দলের সঙ্গে মিশে গেছে সে। এখন সে দলকে সাফল্য এনে দিতে সহায়তা করছে।’

মেসি মাঠে নামতেই তার নাম ধ্বনিত হয় পুরো স্টেডিয়ামে। ৩৪ বছর বয়সী ফরোয়ার্ডের এমন অভ্যর্থনা পাওয়া স্বাভাবিক বললেন পচেত্তিনো, ‘ভক্তরা তাকে যেভাবে গ্রহণ করেছে তা সুন্দর। শুধু তারাই নয়, রেইমস স্টেডিয়ামের দর্শকরাও। এটি অর্জন করেছে মেসি। তার ক্যারিয়ার, প্রাণশক্তি ও ব্যক্তিত্ব দলের বাকিদের মধ্যেও ছড়াবে আশা করি।’

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ