27.8 C
Mathbaria
শনিবার, মার্চ ২৫, ২০২৩

বেটা ভার্সন

মঠবাড়িয়ায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

গ্রেফতারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আল-আমিন ওরফে আকাশ

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

মঠবাড়িয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আল-আমিন ওরফে আকাশ (৩৪) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে। সোমবার রাতে উপজেলার হোতখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই গ্রামের বাবুল সরদারের ছেলে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল জানান, গ্রেফতারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আকাশকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।

আসামী দীর্ঘদিন ধরেই প্রবাসে (সৌদি আরব) ছিলো।

মঠবাড়িয়া থানার এএসআই আশরাফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আকাশের নামে ভান্ডারিয়া থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ২০১৮ সালে পিরোজপুর অতিরিক্ত দায়রা জজ আদালতে যাবজ্জীবন সাজা ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের সাজা প্রদান করা করেন। এছাড়া তার নামে শরনখোলা থানায় একটি ডাকাতি মামলা রয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ