মঠবাড়িয়ায় চেতনানাশক খাইয়ে ননদ-ভাবিকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার (২২ আগস্ট-২০২১) রাতে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযুক্ত জাহাঙ্গীর হোসেন পলাতক বলে জানিয়েছে পুলিশ।
ভুক্তভোগী ওই দুই নারী জানান, প্রতিবেশী জাহাঙ্গীর হোসেন খাঁ নিয়মিত আমাদের বাড়িতে আসা-যাওয়া করতেন। গত শনিবার (২১ আগস্ট-২০২১) শিশুসন্তান নিয়ে বাড়িতে ছিলেন তারা।
ওই দিন বাড়িতে কোনো পুরুষ না থাকার সুযোগে জাহাঙ্গীর হোসেন এলার্জি ও শ্বাসকষ্টের ওষুধের কথা বলে চেতনানাশক খাইয়ে দেন। এর কিছুক্ষণ পর তারা অচেতন হয়ে পড়ে।
দীর্ঘক্ষণ আমাদের জ্ঞান না ফেরায় স্বজনরা ফোনে পাচ্ছিলেন না।
প্রতিবেশী ঝন্টু চন্দ্র বিশ্বাসকে খোঁজ নিতে বললে তিনি বাড়ি এসে ননদ-ভাবিকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. নুরুল ইসলাম বাদল বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।