24.8 C
Mathbaria
সোমবার, মার্চ ২৭, ২০২৩

বেটা ভার্সন

১০ নং হলতা গুলিশাখালী ইউনিয়নের কর্মহীন দেড় হাজার মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান

এসময় সৌদি প্রবাসী ফয়সাল জমাদ্দার এর পক্ষে নগদ অর্থ সহায়তা প্রদান করেন তার বাবা আফজাল হোসেন জমাদ্দার।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ার হলতা গুলিসাখালী ইউনিয়নে করোনা ভাইরাসে কর্মহীন প্রায় দেড় হাজার নারী-পুরুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন সৌদি প্রবাসী ফয়সাল জমাদ্দার।তার ব্যক্তিগত উদ্যোগে এ নগদ অর্থ সহায়তা প্রদান করেন তার বাবা আফজাল হোসেন জমাদ্দার। আজ বৃহস্পতিবার সকালে হলতা গুলিশাখালী ইউনিয়নের জমাদ্দার হাট সংলগ্ন সড়কে কর্মহীন মানুষের মাঝে এ অর্থ বিতরণ করেন। এসময় আফজাল হোসেন জমাদ্দার এর সাথে উপস্থিতি ছিলেন সমাজ সেবক হুমায়ুন জমাদ্দার, মহারাজ জমাদ্দার, মোঃ ইয়াসিন জমাদ্দার, সোহেল মৃধা ও কামাল হোসেন প্রমুখ।

উল্লেখ করোনা পরিস্থিতির শুরু থেকে হলতা গুলিসাখালী ইউনিয়নের হোতখালী, লক্ষ্মণা, দুর্গাপুর, টিয়ারখালী, কবুতরখালী, গুলিসাখালী, দক্ষিণ গুলিসাখালী, উত্তর হলতা ও মকুমা গ্রামের কর্মহীন মানুষের মাঝে নগদ অর্থ বিতরণসহ একাধিকবার খাদ্য সহায়তা প্রদান করেছেন।

সৌদি প্রবাসী ফয়সাল জমাদ্দার জানান ১০নং হলতা গুলিশাখালী ইউনিয়নের মানুষের পাশে আছি তাদের সুখে দুঃখে পাশে থাকতে চাই। আমার এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে আমি সকলের কাছে দোয়া চাই।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ