30.3 C
Mathbaria
মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

বেটা ভার্সন

মঠবাড়িয়ায় জাতীয় শ্রমিক লীগের সম্মেলন অনুষ্ঠিত

সম্মেলনে প্রধান অতিথি কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য তাজ উদ্দিন আহমেদ।

আরও পড়ুন

অপরাধ

মঠবাড়িয়া উপজেলা

স্টাফ রিপোর্টারঃ জাতীয় শ্রমিক লীগ মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার সন্ধ্যায় উপজেলার হারজী নলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য তাজ উদ্দিন আহমেদ। পওে কাউন্সিলরদের সর্ব সম্মতি ক্রমে জামাল হোসেন খলিলকে সভাপতি ও হুমায়ূন কবির নিজামকে সাধারণ সম্পাদক এবং নবী হোসেনকে সাংগঠনিক সম্মাদকসহ ৪৫ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন।

এর আগে সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক জামাল হোসেন খলিলের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক লীগ সভাপতি ফরিদ আহম্মেদ, সাধারণ সম্মাদক আবুল কালাম আজাদ, ইউনিয়ন আ’লীগ সভাপতি বজলুর রহমান খান, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম খান, ছাত্রলীগ নেতা নাজমুল, নাছির প্রমুখ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক মঠবাড়িয়া প্রেস-কে জানাতে ই-মেইল করুন- mathbariapress24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

উপকূল সহ দক্ষিন বাংলার আরও সংবাদ

সর্বশেষ