তুষখালী প্রতিনিধিঃ-পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুর রহমান গোলদার (৭২) গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বার্ধক্য জনিত কারনে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার ২৭ ফেব্রুয়ারি ২০২১ আছর নামাজবাদ স্থানীয় জানখালী বাজার তোফেল আকন মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে রাস্ট্রীয় মর্যদায় পারিবাকির কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। তার মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, আ‘লীগ সভাপতি রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বরসহ সকল মুক্তিযোদ্ধারা গভীর শোক প্রকাশ করেছেন।