আমরা চাই দৈনিক মঠবাড়িয়া প্রেস হয়ে উঠুক প্রানবন্ত, মুক্ত ও সৃজনশীল চিন্তার এক অনন্য স্থান।
তাই দৈনিক মঠবাড়িয়া প্রেস এর শৃঙ্খলার জন্য নিম্মলিখিত বিষয়গুলো মেনে চলার জন্য দৈনিক মঠবাড়িয়া প্রেস এর সকল ভিজিটরকে অনুরোধ জানাচ্ছি।
মন্তব্য যেহেতু মডারেশন হবে না এবং সকলের জন্য উন্মুক্ত রয়েছে তাই…
১. প্রত্যেকের ব্যক্তিসত্তা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় যত্নবান হউন।
২. সাধারণ মানুষের জন্য গ্রহনযোগ্য নয় এমন কিছু মন্তব্য না করাই ভাল এবং খেয়াল রাখবেন যেন আপনার মন্তব্য সব বয়সী মানুষের পড়ার উপযোগি হয়।
৩. বিশেষ কোন ব্যাক্তি, জাতি বা গোষ্ঠিকে আঘাত করে বা উষ্কানীমূলক কিছু মন্তব্য করা যাবে না।
৪. দৈনিক মঠবাড়িয়া প্রেস-এ আপনার মন্তব্য এর সকল দায়-দায়িত্ব আপনার নিজের।
৫. কপিরাইট আইনের প্রতি যত্নবান হবেন এবং কপিরাইট সম্পর্কিত যথাযথ নিয়ম মেনে চলুন।
৬. অশ্লীল বা অশালীন কোন লেখা, ছবি, লিংক বা অন্যকিছু পোস্ট করা যাবে না।
উপরোক্ত নিয়মাবলী অমান্য করলে বা দৈনিক মঠবাড়িয়া প্রেস-এ অন্য কোনভাবে বিশৃঙ্খলা সৃষ্টিকারীর (বা সৃষ্টিকারীদের) বিরুদ্ধে মডারেশন বোর্ড নিম্মবর্ণিত এক বা একাধিক ব্যবস্থা নিবেন।
(১) সাময়িকভাবে দৈনিক মঠবাড়িয়া প্রেস-এ নিষিদ্ধ করা।
(২) স্থায়ীভাবে দৈনিক মঠবাড়িয়া প্রেস-এ নিষিদ্ধ করা।
(৩) যুক্তিসংগত অন্য যে কোন ব্যবস্থা।